ক্রীড়া ডেস্ক :
গত রাতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী দল। এই ম্যাচ হারায় ২-১ ব্যবধানে সিরিজ হারের সঙ্গে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনাও হারাল বাংলাদেশের মেয়েরা।
সম্ভাবনা জাগিয়েও প্রথমবারের মতো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করা হলো না নিগার সুলতানা জ্যোতির দলের। নারী চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে ২৪ ম্যাচে ৮ জয়ের বিপরীতে ১১ হার বাংলাদেশের। ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জায়গা পেয়েছে তারা। নিউজিল্যান্ডের সংগ্রহও সমান ২১ পয়েন্ট, তবে নেট রান রেটে এগিয়ে থেকে ছয়ে আছে কিউই মেয়েরা।
অল্পের জন্য সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ। তবে বাছাই পর্ব খেলে বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার সুযোগ থাকছে টাইগ্রেসদের।
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।
এই ছয় দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাই পর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে। বাছাই পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।