বিশ্বের ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষ যাঁরা

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

বিশ্বের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের উচ্চতা ছিল অবিশ্বাস্য রকমের বেশি। তাঁদের ব্যতিক্রম দৈহিক গঠন শুধু বিস্ময়ই জাগায়নি, অনুপ্রেরণাও জুগিয়েছে। অনলাইনভিত্তিক তথ্যভান্ডার ‘ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি)’ তৈরি করা এ তালিকায় আমরা পরিচিত হবো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের সঙ্গে—যাঁরা চিকিৎসাবিজ্ঞানের নজর কেড়েছেন, সার্কাস থেকে শুরু করে সিনেমা কিংবা ক্রীড়াঙ্গনেও রেখেছেন নিজস্ব ছাপ।

১। রবার্ট ওয়াডলো

রবার্ট পার্শিং ওয়াডলো ১৯১৮ সালের ২২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট ১১ দশমিক ১ ইঞ্চি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তিনি ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষের স্বীকৃতি পেয়েছেন। শান্ত স্বভাবের কারণে তাঁকে ‘জেন্টল জায়ান্ট’ নামে ডাকা হতো। দুর্বল রক্তপ্রবাহের কারণে রবার্টের পায়ে অনুভূতি ছিল না। পায়ে ফোসকা হলে তিনি টের পেতেন না। একটি ফোসকা থেকে সংক্রমণের কারণে ১৯৪০ সালের জুলাইয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার দিন শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল এবং হাজারো মানুষ অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন।

২। ভাইনো মাইলিরিন

ভাইনো মাইলিরিন ১৯০৯ সালের ২৭ ফেব্রুয়ারি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালের ১৩ এপ্রিলে হেলসিঙ্কিতেই মৃত্যুবরণ করেন। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট ২ ইঞ্চি। রবার্ট ওয়ালডোর পর মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে জীবন্ত লম্বা ব্যক্তি। ফিনিশ প্রতিরক্ষা বাহিনীতে চাকরি করেছেন তিনি। ১৯৩০–এর দশকে তিনি একজন পেশাদার কুস্তিগির সার্কাসের কুশীলব হিসেবে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করে। তাঁকে ইতিহাসের সবচেয়ে লম্বা সৈনিক হিসেবে ধরা হয়।

৩। সুলতান কোসেন

সুলতান কোসেন ১৯৮২ সালের ১০ ডিসেম্বরে তুরস্কের আঙ্কারায় জন্মগ্রহণ করেন। তাঁর উচ্চতা ৮ ফুট ২⁸ইঞ্চি। অস্বাভাবিক উচ্চতার কারণে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। পরিবর্তে তিনি খণ্ডকালীন কৃষক হিসেবে কাজ করেছেন। ২০০২-০৩ সাল পর্যন্ত তিনি তুরস্কের বাস্কেটবল দল গালাতাসারে এস কের হয়ে খেলেছিলেন। তাঁকে সবচেয়ে লম্বা জীবন্ত মানুষ ও ইতিহাসের সবচেয়ে লম্বা মানুষদের মধ্যে সপ্তম ধরা হয়।

৪। ডন কোয়েহলার

১৯৬৯ থেকে ১৯৮১ সালে মৃত্যুর আগ পর্যন্ত ডন এ কোয়েহলার ছিলেন বিশ্বের সবচেয়ে লম্বা জীবন্ত মানুষ। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট ২ ইঞ্চি। পৃথিবীর ইতিহাসে ৮ ফুট বা এর বেশি উচ্চতায় পৌঁছানো ২৪ জনের তিনি একজন। তিনি যুক্তরাষ্ট্রের মন্টানার ডেন্টন শহরে জন্মগ্রহণ করেন। ২৫ বছর ধরে কোয়েহলার একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। মৃত্যুর তিন বছর আগে তিনি অবসর নেন।

৫। ব্রাহিম তকিউল্লাহ

ব্রাহিম তকিউল্লাহ ১৯৮২ সালের ২৬ জানুয়ারি মরক্কোর গুয়েলমিমে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা। ‘অ্যাপনেই’ (২০১৬), ‘চকোলাট’ (২০১৬) ও ‘কান্দিশা’ (২০২০) সিনেমায় তিনি অভিনয় করেছেন। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট দশমিক ৯৭ ইঞ্চি। সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে তাঁর অবস্থান দ্বিতীয়।

৬। কনস্টান্টিন

কনস্টান্টিন ১৮৭২ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন অভিনেতা, যিনি ‘আই পাগলিয়াচ্চি (ভেস্তি লা জুব্বা)’ (১৯০৯) ও ‘দ্য জায়ান্ট কনস্টান্টিন’ (১৯০২) সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তিনি ১৯০২ সালের ৩০ মার্চ বেলজিয়ামে মৃত্যুবরণ করেন। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট।

৭। গ্যাব্রিয়েল মনজানে

গ্যাব্রিয়েল মনজানে ‘লে রেতুর দারসেন ল্যুপিন’ (১৯৮৯) সিনেমায় অভিনয় করেছেন। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট দশমিক ৭৫ ইঞ্চি। তিনি ১৯৪৪ সালে মোজাম্বিকে জন্মগ্রহণ করেন ও ১৯৯০ সালে মারা যান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁদের ১৯৮৮তম সংস্করণে তাঁকে সবচেয়ে লম্বা জীবিত মানুষ হিসেবে উল্লেখ করেছিল।

৮। সুলেইমান আলী নাশনুশ

সুলেইমান আলী নাশনুশ ১৯৪৩ সালে লিবিয়ার ত্রিপোলিতে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ছিলেন। তিনি ১৯৯১ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তাঁর উচ্চতা ছিল ৮ ফুট দশমিক ৪ ইঞ্চি। তিনি লিবিয়ার জাতীয় বাস্কেটবল দলের হয়ে খেলেছেন। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে যে ২৮ জন ৮ ফুট বা এর বেশি উচ্চতা অতিক্রম করেছেন, তাঁদের মধ্যে তিনি একজন।

৯। ফেলিপে বিরিয়েল

ফেলিপে বিরিয়েল ১৯১৬ সালের ১৬ আগস্টে পুয়ের্তো রিকোতে জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ছিলেন, যিনি ‘পুয়ের্তো রিকো এন কার্নাভাল’ (১৯৬৫) ও ‘ফ্লাইট অব দ্য লস্ট বেলুন’ (১৯৬১) সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৪ সালের ১৫ মার্চ মৃত্যুবরণ করেন তিনি। তাঁর উচ্চতা ছিল ৭ ফুট ১১ ইঞ্চি।

১০। আলেক্সান্ডার সিজোনেনকো

আলেক্সান্ডার সিজোনেনকো ১৯৫৯ সালের ২০ জুলাইয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও বর্তমানে ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি একজন অভিনেতা ছিলেন। ‘সেদেম জেদনৌ রানৌ’ (১৯৯১) সিনেমায় অভিনয় করে তিনি পরিচিতি লাভ করেন। ২০১২ সালের ৫ জানুয়ারি রাশিয়ায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর উচ্চতা ছিল ৭ ফুট ১০ ইঞ্চি।