বিশ্বে গণতান্ত্রিক ধারার পক্ষে ফ্রান্স

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেছেন, বিশ্বে গণতান্ত্রিক ধারার পক্ষে ফ্রান্স। দেশটি বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে তাদের সার্বভৌম বিবেচনায় সম্পর্ক রক্ষা করে। এখানে আমরা ছোট-বড় বা ধনী-গরিব বিবেচনা করি না। বর্তমানের তথাকথিত পশ্চিমা ও গ্লোবাল সাউথের মধ্যে যে ভেদাভেদ রয়েছে ফ্রান্স তার বিপক্ষে। গতকাল রোববার রাজধানীতে বৈশ্বিক শান্তিবিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

গতকাল রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) ও ঢাকার ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় ‘রিভিজিটিং দ্য গ্লোবাল সাউথ’স কন্ট্রিবিউশন টু গ্লোবাল পিস– এ ফরাসি পারসপেক্টিভ’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। স্বাগত বক্তব্য দেন এনএসইউর রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এবং সিপিএসের সমন্বয়কারী ড. আবদুল ওহাব। সেমিনারটি পরিচালনা করেন অফিস অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক ড. সিনথিয়া ম্যাককিনি।

ফ্রান্স সবার মর্যাদা দিয়ে বন্ধুত্ব রক্ষা করতে চায় জানিয়ে রাষ্ট্রদূত মাসদুপুই বলেন, আমরা বহুপক্ষীয়তাকে সুরক্ষা ও সমর্থন করি। সেই সঙ্গে বহুপক্ষীয়তা হুমকির মুখে পড়লে ফ্রান্স তা রক্ষায় এগিয়ে আসবে। তিনি বলেন, চীন নিজেকে গ্লোবাল সাউথের নেতৃত্বে দেখতে চায়।
কূটনীতি ও আন্তঃসাংস্কৃতিক সম্পর্ক জোরদার করতে ফ্রান্স প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মাসদুপুই বলেন, রাজনৈতিক সংঘাত, সামরিক হুমকি, জলবায়ু পরিবর্তন বা মহামারি যাই হোক না কেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা বিশ্বশান্তি ও উন্নয়নকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারি।