বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিনব্যাপী আয়োজিত ইজতেমার শেষ দিন রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১টা ৭ মিনিটে মোনাজাত পরিচালনা শুরু করেন রাজধানীর কাকরাইল জামে মসজিদের ইমাম মাওলানা যোবায়ের আহমেদ। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন তিনি। এ সময় মুসল্লিদের ‘আমিন-আমিন’ ধ্বনিতে ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। বেলা ১১টা ৪৫ মিনিটে মোনাজাত শেষ হয়।
গত শুক্রবার (১০ জানুয়ারি) ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের পর ৪ দিন বিরতি দিয়ে আগামী শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। শেষ হবে ১৯ জানুয়ারি। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ কান্দলভি।