বিশ্ব পরিবেশ দিবসের ইতিহাস ও মূল লক্ষ্য

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩

আজ (সোমবার) বিশ্ব পরিবেশ দিবস। প্রতিবছর ৫ জুন বিশ্বের প্রতিটি দেশে পালিত হয় দিবসটি। দিবসটির মূল লক্ষ্য পরিবেশ দূষণের কারণ ও দূষণ থেকে বাঁচার উপায় খুঁজে বের করা। এ ছাড়া মানুষকে পরিবেশ রক্ষায় সচেতন করে তোলাও এ দিবসের অন্যতম একটি লক্ষ্য।
এ বছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো: ‘প্লাস্টিক দূষণ সমাধানে শামিল হই সকলে’। পাশাপাশি এবার স্লোগান নির্ধারণ করা হয়েছে: ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’।
দিবসটি উপলক্ষে প্রতিটি দেশেই সরকারি নানা কর্মসূচি থাকে। সেই সঙ্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতা, পরিবেশবিষয়ক সেমিনার এবং শিল্পপ্রতিষ্ঠানের উদ্যোক্তাদের জন্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয় প্রতিটি দেশে।
দিবসটির মাধ্যমে মানুষকে পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। জাতিসংঘ পরিবেশ রক্ষার লক্ষ্যে এ দিবস পালনের ঘোষণা করে।
ইতিহাস থেকে জানা যায়, পরিবেশ রক্ষার তাগিদ সর্বপ্রথম ভাবতে শুরু করে সুইডেন। এ কারণে ১৯৬৮ সালের ২০ মে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
ওই চিঠিতে তুলে ধরা হয় প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে গভীর উদ্বেগের কথা। সেসব উদ্বেগের সমাধানের উপায় খুঁজতে সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিতে এক সম্মেলনের ডাক দেয় জাতিসংঘ।
এরপর সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনটি ইতিহাসের প্রথম পরিবেশবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের স্বীকৃতি পায়।
সুইডেনের ওই চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক এ সংঘটি।
এর পরিপ্রেক্ষিতে ১৯৭৪ সালে প্রথম সম্মেলনের প্রথম দিন ৫ জুনকে জাতিসংঘ ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করে। সে বছর থেকেই প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে