সাজ্জাদ হোসেন:
এফসিপিএস ১ম পর্ব পাসকৃত ও জানুয়ারি ২০২৫ সেশনে ফেলোশিপ প্রোগ্রামে যুক্ত হওয়া প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতার জন্য আবেদন আহ্বান করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আগামী ২৩ জানুয়ারির মধ্যে আবেদন করা যাবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিসিপিএসের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির সচিব অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিপিএসের ফেলোশিপ প্রোগ্রামের আওতায় জানুয়ারি ২০২০ সেশন হতে জানুয়ারি ২০২৪ সেশনে এফসিপিএস ১ম পর্ব পাসকৃত এবং বিসিপিএস কর্তৃক স্বীকৃত সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানসমূহে ০১ জানুয়ারি ২০২৫ খ্রি: তারিখে ফেলোশিপ প্রশিক্ষণে প্রবেশ করেছেন তাদেরকে শর্ত সাপেক্ষে পারিতোষিক প্রদান করা হবে।
প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের ভাতার জন্য আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্রের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কলেজের আরটিএম বিভাগে জমা দিতে হবে।আবেদনের শর্তগুলো:
১. নাম, পিতা/স্ত্রীর নাম, মায়ের নাম এনআইডি/স্মার্ট কার্ড মোতাবেক লিখতে হবে।
২. একই ই-মেইল আইডি ও মোবাইল নম্বর একাধিক আবেদনকারীর রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করা যাবে না। নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে রেজিস্ট্রেশনের সময় শুধু মাত্র ব্যক্তিগত ই-মেইল আইডি ও মোবাইল নম্বর ব্যবহার করুন।
৩. বিএমডিসি নম্বর লেখার ক্ষেত্রে প্রথমে অ লেখার প্রয়োজন নেই। একটি বিএমডিসি নম্বর দিয়ে শুধু মাত্র একবারই আবেদন করা যাবে। ইতিপূর্বে যারা পারিতোষিকের জন্য আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।
৪. এফসিপিএস পার্ট-১ পাসের পর কলেজের আইটি বিভাগ হতে প্রাপ্ত (১০ ডিজিট) রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।
৫. এনআইডি নম্বর ১৭ ডিজিট অথবা স্মার্ট কার্ড ১০ ডিজিট হতে হবে। যদি এনআইডি ১৩ ডিজিট হয়ে থাকে তাহলে পূর্বের জন্ম তারিখ উল্লেখ করে ১৭ ডিজিট পূরণ করতে হবে।
৬. বর্তমানে কোথাও রেসিডেন্সি কোর্স/ ডিপ্লোমা কোর্স/ পেইড ট্রেনিং/ চাকুরিতে থাকলে ইয়েস এ ক্লিক করতে হবে এবং শুরুর তারিখ ও শেষ হওয়ার সম্ভাব্য তারিখ পূরণ করতে হবে (যে সকল আবেদনকারী এফসিপিএস কোর্স ব্যতীত রেসিডেন্সি কোর্স/ ডিপ্লোমা কোর্স/ পেইড ট্রেনিং/ চাকুরিতে আছেন তারা এই সম্মানির আওতাভুক্ত নন)। বর্তমানে কোথাও রেসিডেন্সি কোর্স/ ডিপ্লোমা কোর্স/ পেইড ট্রেনিং/ চাকুরিতে না থাকলে নো এ ক্লিক করতে হবে।
৭. বর্তমানে কোথাও ট্রেনিং এ থাকলে ইয়েস এ ক্লিক করতে হবে এবং কোন সুপারভাইজারের অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন তা উল্লেখপূর্বক চলতি ৬ মাসের প্রশিক্ষণ শুরুর তারিখ ও শেষ তারিখ পূরণ করতে হবে।
৮. পূর্বের কোন ট্রেনিং/ ডিপ্লোমা/ এফসিপিএস কোর্স থাকলে (প্রযোজ্য হলে) প্রতিষ্ঠানের নামসহ কোন সুপারভাইজারের অধীনে ট্রেনিং করেছিলেন তা উল্লেখপূর্বক শুরুর তারিখ ও শেষ তারিখ পূরণ করতে হবে।
৯. অবশিষ্ট প্রশিক্ষণের ক্ষেত্রে পছন্দক্রম অনুযায়ী প্রতিষ্ঠানের নাম সহ কোন বিভাগে কতদিন ট্রেনিং করতে ইচ্ছুক তা উল্লেখপূর্বক প্রশিক্ষণ গ্রহণের শুরুর তারিখ ও শেষ তারিখ পূরণ করতে হবে।
১০. আবেদনকারীর অবশ্যই সচল অনলাইন ও ব্যক্তিগত ব্যাংক হিসাব নম্বর লিখতে হবে। উল্লেখ্য, অফলাইন ও অন্য ব্যক্তির ব্যাংক তথ্য গ্রহণযোগ্য নয় এবং ব্যাংক তথ্য পরিবর্তন করা যাবে না। উক্ত কারণে টাকা পেতে বিলম্ব হলে/ না পেলে বিসিপিএস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ব্যাংকের ব্যক্তিগত হিসাবের বিপরীতে রাউটিং নম্বর যুক্ত চেক বহি বা ব্যাংক স্টেটমেন্ট এর ফটোকপি জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
১১. আবেদন সাবমিট করার পরে উক্ত আবেদন পত্রের প্রিন্ট কপি অফিস চলাকালীন সময়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ কলেজের আরটিএম বিভাগে জমা দিতে হবে। পিডিএফ কপি না আসলে/ অসম্পূর্ণ আসলে পিডিএফ কপির জন্য আরটিএম বিভাগে যোগাযোগ করতে হবে।
১২. সব প্রশিক্ষণার্থীকে অবশ্যই আবেদন ফরম দাখিলের সময় উক্ত সময়ে প্রশিক্ষণরত আছেন এই মর্মে যোগদানপত্রসহ অফিস আদেশ/প্রজ্ঞাপন জমা দিতে হবে।
১৩. আবেদন ফরম জমাদানের পর আবেদন ফরমে উল্লিখিত কোন তথ্য পরিবর্তন করতে হলে অবশ্যই আরটিএম বিভাগের অনারারি পরিচালক বরাবর লিখিত আবেদনের মাধ্যমে অবহিত করতে হবে।
১৪.যারা প্রতিষ্ঠান পরিবর্তন/অনারারি প্রশিক্ষণ বিরতি/ বিরতির পরে পুনরায় প্রশিক্ষণে যোগদান করতে চান তবে তাদেরকে অবশ্যই অনারারি পরিচালক (আরটিএম), বিসিপিএস বরাবর আবেদনের মাধ্যমে অবহিত করতে হবে। উক্ত আবেদনপত্র অবশ্যই বিরতি গ্রহণ/যোগদানের এক মাসের মধ্যে কলেজের আরটিএম বিভাগে জমা দিতে হবে।
১৫.সব অবৈতনিক/ বেসরকারি প্রশিক্ষণার্থীদেরকে ৬ মাস পর পর (নির্ধারিত সময়ের মধ্যে) বিল ফরম অবশ্যই আরটিএম বিভাগে জমা দিতে হবে। বিল ফরম জমাদানের পূর্বশর্ত হিসেবে প্রশিক্ষণার্থীকে অবশ্যই নির্দিষ্ট সময়ে পারিতোষিকের জন্য আবেদন করতে হবে। এখানে উল্লেখ্য যে, যে সব প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ স্থলের বাইরে অন্য কোথাও কোন প্রকার চাকরি/ডিউটি/প্র্যাকটিস করেন অথবা অন্য কোন উৎস হতে বেতন/ ভাতাদি গ্রহণ করেন তাদের জন্য উক্ত পারিতোষিকের জন্য আবেদন গ্রহণযোগ্য নয়।
১৬.আবেদনপত্র সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে কলেজের আরটিএম বিভাগের ৎঃসফ@নপঢ়ং.বফঁ.নফ ই-মেইলে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে।