বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবির ঘটনায় আটক ৬

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ওয়াটার বাস ডুবির ঘটনায় ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। এরা হলেন- বাল্কহেডের মাস্টার মো. শরিফুল ইসলাম (৩৫), চালক মো. আনছার আলী (৩৭), সুকানি মো. সজীব সরদার (২৭), লস্কর মো. সিয়াম বেপারী (২০), মো. সফিউল গাজী (২২) ও বাবুর্চি মো. মাসুদ মুন্সি (৪৮)। আজ সোমবার (১৭ জুলাই) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন নৌ পুলিশের ঢাকা বিভাগের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম।
তিনি বলেন, আজ বিভিন্ন সময় সদরঘাট এলাকার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়ে। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে আটকদের থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গতকাল রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলঘাট যাওয়ার পথে বুড়িগঙ্গার নদীর অংশে বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় সরকারি ওয়াটার বাসটি। ওয়াটার বাসটি ডুবির ঘটনায় শেষ খবর পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।