বুবলীর প্রহেলিকা’র লুক রিভিল পোস্টারে শাকিবের ‘প্রিয়তমা’র নাম

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ১১, ২০২৩

বিনোদন ডেস্ক: ঈদে মুক্তির অপেক্ষায় সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। নির্মাণের শুরু থেকে ‘প্রিয়তমা’ এতটাই আলোচিত যে এর নাম বুবলীর ‘প্রহেলিকা’র পোস্টারেও দেখা যাচ্ছে। নেটিজেনরা বলছেন, সিনেপ্রেমীদের নজরে আসতে বুবলীর ‘প্রহেলিকা’র লুক রিভিল পোস্টারে শাকিবকে ব্যবহার করা হয়েছে!

চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘প্রহেলিকা’য় বুবলীর নায়ক মাহফুজ আহমেদ। এই ছবিটিও ‘প্রিয়তমা’র সাথে মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সেই লক্ষ্যে চলছে প্রচারণা। যার অংশ হিসেবে শুক্রবার (৯ জুন) একটি ক্যারেক্টার পোস্টার উন্মুক্ত করা হয়। যেখানে খাঁচাবন্দি অবস্থায় দেখা গেছে বুবলীকে।