বৃষ্টি থামার জন্য ‘কান্না’ পাকিস্তানের, জটিল সমীকরণ বাবরদের

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

খেলাধুলা ডেস্ক:

‘আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘ দে’—দক্ষিণ এশিয়া অঞ্চলে এই গান এখন যেন আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। প্রচণ্ড তাপদাহের কারণে ভারত ও বাংলাদেশসহ এ অঞ্চলে জনজীবন অতিষ্ঠ প্রায়। এর মধ্যে এক পশলা বৃষ্টি যেন স্বস্তি দিতে পারে। তবে ভারতের প্রতিবেশী পাকিস্তান সুদূঢ় যুক্তরাষ্ট্রে বসে এখন বৃষ্টি না হওয়ার প্রার্থনাতেই মশগুল। বেরসিক বৃষ্টিতে নিভু নিভু আশার প্রদীপও যে নিভে যেতে পারে ম্যান ইন গ্রিনদের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে হেরে বলতে গেলে ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান। আইসিসির সহযোগী সদস্য দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের রোমাঞ্চে হারের তেতো স্বাদের পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও লো স্কোরিং ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে গেছে ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা। সুপার এইটে বাবর আজমদের খেলার সম্ভাবনা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।
পরের পর্বের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কানাডার বিপক্ষে জিততেই হতো পাকিস্তানকে। খর্বশক্তির দলটির বিপক্ষে সেই জয়টাও পাকিস্তান পেয়েছে ১৫ বল বাকি রেখে। তাতে আশা বেঁচেছে। তবে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে জিততে হবে, সেই সঙ্গে তাকিয়ে থাকতে অন্যদের দিকেও।
এমন জটিল সমীকরণের মুখে পাকিস্তানের চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে আজ (বুধবার) বাংলাদেশ সময় ভোরে মাঠে নামার কথা ছিল শ্রীলঙ্কা ও নেপালের। কিন্তু বৃষ্টির কারণে টসই হতে পারেনি। বেরসিক বৃষ্টিতে কার্যত বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে লঙ্কানদের। অন্যদিকে, একই মাঠে আগামী ১৪ জুন মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের। এই ম্যাচটির ওপর ভাগ্য অনেকটা নির্ভর করছে পাকিস্তানেরও।
এমন অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস দুশ্চিন্তায় ফেলতে পারে পাকিস্তানকে। ১৪ জুন ফ্লোরিডায় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৯১ শতাংশ। ম্যাচটি পণ্ড হয়ে গেলে কপাল পুড়বে বাবর আজমদের। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচটিতে আইরিশদের জয় দরকার পাকিস্তানের। এরই মধ্যে দুই জয়ে অনেকটাই সুপার এইটের পথে যুক্তরাষ্ট্র। ওইদিন আইরিশদের হারাতে পারলে সুপার এইটে চলে যাবে তারা। এ ছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলেও সুবিধা পাবে স্বাগতিক আমেরিকা। অবশ্য আজ ভারতের বিপক্ষে জিততে পারলেও বিশ্বকাপের সহ-আয়োজকদের সুপার এইটের দুয়ার অনেকটাই খুলে যাবে।

আগামী ১৬ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে পাকিস্তান। মাস্ট উইন ওই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
‘এ’ গ্রুপের বাকি থাকা ম্যাচগুলোতে পাকিস্তানের যা দরকার

১২ জুন : ভারত বনাম যুক্তরাষ্ট্র-ভারতের জয়
১৪ জুন : যুক্তরাষ্ট্র বনাম আয়ারল্যান্ড-আইরিশদের জয়
১৫ জুন : কানাডা বনাম ভারত-ভারতের জয়
১৬ জুন : আয়ারল্যান্ড বনাম পাকিস্তান-নিজেদের জয়