বেটিসের কাছে হেরে তিনে নামলো রিয়াল

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় এবার বড় হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। রিয়াল বেটিসের কাছে ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোরা। এমন হারে শিরোপা ধরে রাখার মিশনে বেশ বড় ধাক্কা খেলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার (১ মার্চ) রাতে বেটিসের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। মাত্র ১০ মিনিটেই গোল করে সফরকারীদের এগিয়ে দেন ব্রাহিম দিয়াজ। তবে ম্যাচের ৩৪ মিনিটে জনি কারদোসোর গোলে ম্যাচে সমতায় ফেরে বেটিস। এতে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৪ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করে বেটিসকে এগিয়ে দেন রিয়ালের সাবেক ফুটবলার ইসকো। এরপর একাধিক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা।

 

এই হারে ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলাটিকো মাদ্রিদ। আর ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে বার্সেলোনা।

এই হারকে বড় ধাক্কা মনে করছেন রিয়াল বস আনচেলত্তি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটা সত্যিই বড় এক ধাক্কা। আমাদের জেগে উঠা দরকার। লিগের এই পর্যায়ে হেরে যাওয়া খুব অপরিসীম ক্ষতি হয়ে গেলো। আমরা ভালো করিনি। প্রথমার্ধে আমরা ২৭ বার বল খুইয়েছি। এটা অনেক বেশি।’