বেবিচকের ৩ প্রকৌশলীর পদোন্নতিতে আপত্তি দুদকের

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রকৌশল বিভাগের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অবস্থায় তাদের পদোন্নতিতে আপত্তি জানিয়েছে দুদক। কর্মকর্তারা হলেন– প্রকৌশলী হাবীবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকারিয়া হোসেন ও সহকারী প্রকৌশলী (সিভিল) জহিরুল ইসলাম।

দুদক কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন স্বাক্ষরিত চিঠিতে এ আপত্তি জানানো হয়। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এ তিনজনসহ বেবিচকের বেশ কয়েকজন কর্মকর্তার বিষয়ে তথ্য চাওয়া হয়। গত ২৪ অক্টোবর দুদক সচিবের কাছে চিঠির জবাব দেওয়া হয়েছে।
জানা যায়, প্রকৌশলী হাবীবুর রহমান, জহিরুল ইসলাম ও জাকারিয়া হোসেনের বিরুদ্ধে দুদকে অভিযোগের অনুসন্ধান চলছে। তাদের মধ্যে জহিরুল ইসলাম ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অবৈধ ছয়টি স্বর্ণবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের হাতে আটক হন। এ সময় বেবিচকের তৎকালীন প্রধান প্রকৌশলী আবদুল মালেক মুচলেকা দিয়ে বিমানবন্দর কাস্টমস থেকে তাঁকে ছাড়িয়ে আনেন। পরে বিভাগীয় তদন্ত শেষে পদাবনতিসহ তাঁর বেতন স্কেল কমানো হয়। দুদকে তাঁর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলমান আছে।

সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের আমলে প্রায় পুরো সময়েই বেবিচকে দাপুটে ছিলেন বেশকিছু কর্মকর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজে ঠিকাদারদের ফাইল আটকে রেখে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া জানান, এরই মধ্যে বেবিচকের বেশকিছু কর্মকর্তার পদোন্নতির জন্য তাদের বিষয়ে ক্লিয়ারেন্স চেয়ে দুদকে ফাইল পাঠানো হয়েছে। তদন্তে কোনো কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে পদোন্নতি থেকে বঞ্চিত হবেন তারা।