বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়ন নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আন্তর্জাতিক ডেস্ক :
বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিবেশী দেশটিতে পারমাণবিক অস্ত্রের প্রথম চালান ইতোমধ্যে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।
রুশ নেতা বলেছেন, রাশিয়ার ভূখণ্ড কিংবা রাষ্ট্র হুমকির মুখে পড়লেই এ অস্ত্র ব্যবহার করা হবে। এর আগে বেলারুশের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র পাওয়ার কথা জানানো হয়েছিল। এবার বিষয়টি নিশ্চিত করলেন পুতিন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য জানান রাশিয়ার প্রেসিডেন্ট।
রুশ প্রেসিডেন্ট আরও জানান, এ বছর গ্রীষ্মকাল শেষে পারমাণবিক অস্ত্র মোতায়েনের প্রক্রিয়া পুরোপুরি শেষ হবে।
তবে মার্কিন সরকার বলছে, ইউক্রেনে হামলার জন্য ক্রেমলিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে, এমন কোনো ইঙ্গিত তাদের কাছে নেই।
বিবিসি বলছে, পুতিনের মন্তব্যের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, ‘রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, এমন কোনো ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি না।’
পুতিন বলেন, তাত্ত্বিকভাবে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্ভব। আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি তৈরি করা হলে এটা ব্যবহার করা হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তৃতার পর এক প্রশ্নের জবাবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, এই পদক্ষেপটি ‘নিয়ন্ত্রণিত’ এবং ‘আমাদেরকে যারা কৌশলগত পরাজয়ের চিন্তাভাবনা’ করে, তাদের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য।
ফোরামের মডারেটর এই অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, ‘কেন আমরা সমগ্র বিশ্বকে হুমকিতে রাখব? আমি আগেই বলেছি, রাশিয়ার রাষ্ট্র ব্যবস্থা যখন হুমকির মুখে পড়বে, তখন এর চরম ব্যবস্থা ব্যবহার করা সম্ভব।’
এর আগে গত মার্চে পুতিন বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন। ওই সময় মস্কোর ঘোষণায় তীব্র প্রতিবাদ জানায় যুক্তরাষ্ট্র। তবে জবাবে রাশিয়া বলেছিল, যুক্তরাষ্ট্র এমন অস্ত্র গত কয়েক দশক ধরে ইউরোপে মোতায়েন করে রেখেছে।