বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: গুলিবিদ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪

ঢাকা প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইমন (২১)।

রবিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যু হয় তার।
নিহতের পরিচিত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৪ আগস্ট দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর গোড়াই এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয় ইমন। পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার লেক ভিউ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে ৬ আগস্ট ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিহত মো. ইমন টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার জগতপুরা গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত জুলহাস হোসেন। তিন ভাই এক বোনের মধ্যে ইমন ছিলেন বড়। টাঙ্গাইলের এম এ আলী কলেজের বিএ শিক্ষার্থী ছিলেন তিনি।