আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব মিটেছে। সেটা শান্তিপূর্ণ হয়েছে কিনা তা নিয়ে শাসক–বিরোধীর মতপার্থক্য থাকতেই পারে। তবে দেশটির নির্বাচন কমিশন দাবি করেছে, প্রথম দফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়েছে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, এটা ‘ত্রুটিযুক্ত’ নির্বাচন হয়েছে। কিন্তু এই আবহে কেউ ভোট দিতে বাধা দিলে কী করণীয় সেটা বলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেমন করে ‘বোকা’ বানাবেন? সেই টিপসও দিলেন মমতা। মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে বলে দিয়েছেন মানুষকে কী করতে হবে। বোকা বানানোর টিস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভোটের দিন কেউ ভোট আটকালে এবং যদি কেউ বলে ভোট দিতে যাবেন না, তখন বলবেন, না না আপনাদেরই তো দিমু। এই বলে গিয়ে নিজের ভোটটা ঘাসফুলে দিয়ে দেবেন।’
তারপরও কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার—এই তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা। আর মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন এখানে বিজেপি জিততে পারবে না। তাই মানুষকে জোর করে ভোট আদায় করানোর শঙ্কা করছেন তিনি। এমনকি বেশ কয়েকটি জায়গায় তা করেছে বলে মুখ্যমন্ত্রীর দাবি।আগের নির্বাচনের সময় বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী বলতেন, ওরা টাকা দিতে আসবে। নিয়ে নেবেন। তারপর ঘটিটা উলটে দেবেন। ফলাফল কিন্তু সেই কথাই বলেছিল। এবারও এমন একটা টিপস দিলেন মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচন চলাকালীন। তাতে কতটা কাজ হয়েছে সেটা বোঝা যাবে ৪ জুন।