বোরকা পরে বোনের কুলখানিতে এসে ধরা পড়লেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুক
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সিলেট প্রতিনিধি:
গ্রেফতার এড়াতে দেশ-বিদেশে আত্মগোপনে ছিলেন দীর্ঘ ৩৩ বছর। তারপরও শেষ রক্ষা হলো না। বোরকা পড়ে বোনের কুলখানিতে এসে অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুক আহমদ (৫৬) নামের এক আসামি। এরপর ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে নিয়ে যায়। সেখানে শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরের দিকে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে মাসুক আহমদকে গ্রেফতার করে। তিনি করগাঁও এলাকার চরন মিয়ার ছেলে। হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুক আহমদকে গ্রেফতার ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের বিষয়টি নিউজ পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) সম্রাট তালুকদার।
পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ১৯৯০ সালে ৭ নম্বর লক্ষ্মনাবন্দ ইউনিয়নের করগাঁও এলাকার হাছন আলীর ছেলে আব্দুস সালামকে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাতে হত্যা করেন মাসুক। এ ঘটনায় একই বছরের ১৩ এপ্রিল গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করা হয়। ঘটনার পরপরই আসামি ভারতে পালিয়ে আত্মগোপনে চলে যান। এ দীর্ঘ আত্মগোপনের কিছুসময় তিনি সৌদি আরবেও অবস্থান করেন। সম্প্রতি বোনের কুলখানিতে অংশ নিতে দেশে আসেন মাসুক। তিনি বোরকা পরে ছদ্মবেশে এলাকায় প্রবেশ করেন। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার মাসুককে আজই আদালতে তোলা হয়। পরে বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।