ব্যক্তিগত ডাটা দিয়ে চ্যাটজিপিটির প্রশিক্ষণের অভিযোগ

প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৩

জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনা ও অভিযোগ থেকে মুক্তি পাচ্ছে না ওপেনএআই। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক লস্যুট তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে। চ্যাটজিপিটির প্রশিক্ষণের জন্য পার্সোনাল ডাটা ব্যবহার করা হয়েছে। ক্লার্কসন ল ফার্ম নামের প্রতিষ্ঠানটি নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় এই মামলা করেন।

তারা বলেন, চ্যাটজিপিটি ও ডেল-ই তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণের জন্য চুরি করা ব্যক্তিগত ডাটা ব্যবহার করেছে।

বিশেষত শনাক্ত করা যায়, এমন লাখো ইন্টারনেট ব্যবহারকারীর পরিচয় ব্যবহার করেছে। বাদ যায়নি অপ্রাপ্তবয়স্করাও। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে প্রশিক্ষণের জন্য ওপেন এআই ওয়েব থেকে ৩০০ বিলিয়ন শব্দ খুঁজে বের করেছে। এক্ষেত্রে ইন্টারনেট থেকে ব্যক্তিগত ডাটাও তারা সংগ্রহ করেছে। ল ফার্মটির দাবি, ওপেন এ আই কাজটি করেছে গোপনে। এমনকি তারা ডাটা ব্রোকার হিসেবে রেজিস্ট্রেশনও করেনি।

চ্যাটজিপিটি নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিশেষত ব্যবহারকারীর ডাটা নিরাপত্তার অভিযোগ সবচেয়ে সাধারণ। চ্যাটজিপিটি এখানে নাজুক অবস্থানে রয়েছে। বিষয়টির সমাধান না করলে তাদের বিপদ আরও ঘনীভূত হবে।