ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে টাকা নেওয়া সেই এসআই প্রত্যাহার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া গ্রামের মোবাইল ফোন ব্যবসায়ী সবুজ সরকারকে বিনা অপরাধে হাতকড়া পড়িয়ে হেনস্থা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে শ্রীপুরের মাওনা চকপাড়া ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস মৃধাকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ব্যবসায়ীকে হাতকড়া পড়ানো সংক্রান্ত ঘটনায় কর্তৃপক্ষ ওই এসআইকে ক্লোজড (প্রত্যাহার) করে গাজীপুর পুলিশ লাইনসে সংযুক্ত করেছে।

এদিকে ঘটনার পরপরই ফেইসবুকে হ্যান্ডকাপ পরিহিতকে নিয়ে পোস্ট করলে ব্যবসায়ীকে ছেড়ে দেওয়া এবং ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া দুই লাখ টাকা ও মোবাইল ফোন ফেরত দেয় ঐ পুলিশ।

চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস বলেন, ‘সবুজকে আটক করা হয়েছিল। তবে তাকে ফাঁড়িতে নেওয়া হয়নি। জমি সংক্রান্ত বিরোধের কারণে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় তাকে আটক করা হয়।’ লিখিত অভিযোগ ও টাকা ফেরতের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল ইত্তেফাককে জানান, এস আই কুদ্দুস মৃধার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

জানা যায়, ৩ জানুয়ারি শুক্রবার উপজেলার ধনুয়া গ্রামের নয়নপুর হানু মার্কেট এলাকার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোবাইল ব্যবসায়ী সবুজ সরকারকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুল কুদ্দুস মৃধা। ব্যবসায়ীর অভিযোগ, সেই সময় ব্যবসায়ীর ক্যাশে পুলিশ নিজে হাত দিয়ে দুই লাখ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।