নিজস্ব প্রতিবেদন:
রাজধানীর এক ব্যবসায়ীর চুরি হওয়া এক কোটি টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চুরির সঙ্গে জড়িত অভিযোগে তাঁর গাড়িচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ওই ব্যবসায়ীর হাতে উদ্ধার হওয়া টাকা তুলে দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।ডিএমপির নিউজ পোর্টালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর নাম অনুপ দত্ত। গত ২০ ডিসেম্বর তাঁকে এক ব্যবসায়িক অংশীদার নগদ এক কোটি টাকা দেন। তিনি টাকাগুলো বস্তায় ভরে প্রাইভেট কারে রেখে গাড়িচালক লাবু বয়াতীকে দেখে রাখতে বলেন। তারপর অনুপ দত্ত বাসায় যান। ফিরে এসে তিনি দেখেন, লাবু বয়াতী টাকার বস্তা নিয়ে পালিয়ে গেছেন।চালককে না পেয়ে পরদিন ২১ ডিসেম্বর রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করেন অনুপ দত্ত। এই মামলার ছায়া তদন্ত করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) গাড়িচালক লাবু বয়াতীকে ভাটারার কুড়িল চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া এক কোটি টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি জানিয়েছে, চুরি হয়ে যাওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় কমিশনার হাবিবুর রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী অনুপ দত্ত।