![ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী ইরানের](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/13-9.webp)
ডেস্ক রিপোর্ট:
ইসলামী বিপ্লবের ৪৬তম বার্ষিকী উপলক্ষে তেহরানে অনুষ্ঠিত বিশাল এক র্যালিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার ও একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে ইরান।
দেশটিতে জাতীয় এ ছুটির দিন উদযাপনের জন্য বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক মানুষ। এ সময় নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে প্রদর্শন করা হয় নানা অস্ত্র।
প্রদর্শনীতে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আছে– ২ হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে ও ১ হাজার ৮০০ কেজির বেশি ওজনের একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খোররামশহর’। আরও ছিল ‘ফাতেহ-১১০’ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ ও ১ হাজার ৪০০ কিলোমিটার পাল্লার মিসাইল ‘হাজ কাসেম’।