ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে ছিলেন সাইফুর রহমান
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

মৌলভীবাজার প্রতিনিদি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়াত অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাংলাদেশকে স্বাবলম্বী করতে ভূমিকা রেখেছিলেন। এম সাইফুর রহমান দেশের ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে ছিলেন। দুর্ভিক্ষের দেশকে উৎপাদনশীল দেশে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। অসাধারণ অর্থনৈতিক নীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের গরিব মানুষ কমপক্ষে একবেলা খেতে পারে সে দৃশ্যায়ন যিনি সৃষ্টি করেছিলেন তিনি সাইফুর রহমান।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত এম সাইফুর রহমান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, যখন আমরা দেখি দেশের টাকা পাচার হয়ে যায়। পদ্মাসেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেগাপ্রকল্পের নামে বিদেশ থেকে ঋণ নিয়ে এসে সেই টাকা তসরুফ করা হয়, ছেলে-মেয়ে ও ভাগনা-ভাগনির নামে লন্ডনে ফ্ল্যাট কেনা হয় তখন আমাদের গভীর শ্রদ্ধায় মনে পড়ে সাইফুর রহমানের মতো মহিমান্বিত মানুষ যারা এদেশের তহবিল সংগ্রহ করেছেন। জাতীয় সঞ্চয়কে বৃদ্ধি করেছেন। যার বিরুদ্ধে একটি টাকাও এদিক সেদিক করার অভিযোগ পাওয়া যায়নি।
তিনি বলেন, সাইফুর রহমান আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছিলেন। বিশ্বব্যাংক ও আইএমএফের চেয়ারম্যান হয়েছিলেন। এটি যেন তেন মানুষ হতে পারেন না।
মেগা ফাইনালে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এসময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য বকসী মিছবাউর রহমান, ফখরুল ইসলামসহ সাইফুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৭টায় রুহুল কবির রিজভী, জিকে গউস, এম নাসের রহমান ও জেলা বিএনপির নেতাকে নিয়ে মরহুম এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন।