ভবনে এডিসের লার্ভা মেলায় পেট্রোবাংলা-টিসিবিকে জরিমানা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজারে চারটি সরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় এসিড মশার লার্ভা পেয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ দায়ে প্রতিটি ভবনকে পাঁচ লাখ করে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১০ জুলাই) দুপুরে কারওয়ান বাজারে এ অভিযান চালানো হয়। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম অভিযানে অংশ নেন।
চারটি ভবন হলো- পেট্রোবাংলা, যমুনা অয়েলের নির্মাণাধীন ভবন, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)।
এছাড়া ডিএনসিসির ১০টি অঞ্চলেই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করছেন।