ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, নিহত ৫

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

 

যুক্তরাষ্ট্রে তীব্র শীতকালীন তুষারঝড় আঘাত হানার পর সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ৩০টিরও বেশি রাজ্যের ছয় কোটির বেশি লোক শীতকালীন ঝড়ের কবলে পড়েছেন। ওয়াশিংটনের কোথাও কোথাও ১৬ ইঞ্চি বরফ জমেছে। প্রতি ঘণ্টায় এই রাজ্যে এক ইঞ্চি করে বরফ জমছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে।

মেরিল্যান্ড, ভার্জিনিয়া, ওয়েস্ট ভার্জিনিয়া, কানসাস, মিসৌরি, কেন্টাকি এবং আরকানসাস অঙ্গরাজ্যে তুষারঝড়ের কারণে জরুরি অবস্থা বহাল আছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রজুড়ে বাতিল করা হয়েছে দুই হাজারের বেশি ফ্লাইট। এ ছাড়া অন্তত ছয় হাজার ৫০০ ফ্লাইট তীব্র আবহাওয়ার কারণে ব্যাহত হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারঝড়ের কারণে লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছেন। গত রোববার দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা বিভাগ সমভূমি থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত রাজ্যগুলোতে বরফ, তুষারপাত এবং ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করেছিল।

সতর্কবার্তায় বলা হয়, দেশটির পূর্বাঞ্চলে ১০ কোটিরও বেশি মানুষ তুষারঝড়ের মুখোমুখি হবে এবং কিছু এলাকায় এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হতে পারে।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রাস্তার দশা বিপজ্জনক অবস্থায়। মিসৌরিতে গত রোববার অন্তত ৩৬৫ জন দুর্ঘটনার কবলে পড়েছেন। এতে কয়েক ডজন আহত হয়েছে এবং অন্তত একজন নিহত হয়েছে।

এ ছাড়া কানসাসে এই তুষারঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। হিউসটনে ঠান্ডা আবহাওয়া একটি বাসস্টান্ডের সামনে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

 

ভার্জিনিয়া অঙ্গরাজ্যে সোমবার মধ্যরাত এবং সকাল পর্যন্ত অন্তত ৩০০ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের গাড়ি না চালাতে সতর্ক করেছেন। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, অন্তত একজন গাড়ি চালক নিহত হয়েছেন।