ভাইকে কুপিয়ে হত্যা: মামলা তুলে নিতে বোনকে হত্যার হুমকি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নারায়াণগঞ্জ প্রতিনিধি:
‘তোর ভাইকে যেইভাবে খুন করছি, তোরেও এভাবেই খুন করমু’– মামলা তুলে নিতে এভাবেই বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার জিডি করেছেন বাদী।
উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঠপট্টি এলাকায় রাকিব হাসান (২১) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা হয়। রাকিব গোলাকান্দাইল এলাকার হারুন মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা করেন রাকিবের বোন আঁখি আক্তার।
আঁখি জানান, চাঁদার টাকা না পেয়ে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে আসামি শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন, সজীব মিয়া, হামজালা, আফজাল, জাকির হোসেন, মিল্লাতসহ কয়েকজন রাকিবের ওপর হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিবের বাঁ হাত বিচ্ছিন্ন করে ফেলে। এর পর এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মামলাটি সিআইডিতে তদন্তাধীন। আসামিরাসহ তাদের লোকজন গত বুধবার বিকেলে বাড়িতে এসে আঁখিকে মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে ‘তোর ভাইকে যেইভাবে খুন করছি, তোরেও এভাবেই খুন করমু’ বলে হুমকি দেয় তারা। হুমকির পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অভিযুক্ত শ্রমিক লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, তাদের ব্যাপারে আনা অভিযোগ সত্য নয়। তারা কাউকে হত্যার হুমকি দেননি। সুযোগ বুঝে কেউ হয়তো তাদের ফাঁসানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে থানার ওসি লিয়াকত আলী বলেন, হত্যা মামলার বাদীকে আসামিরা হত্যার হুমকি দেওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন বাদী। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।