ভাবিকে কুপিয়ে হত্যা করলো দেবর, মা-বাবাসহ আহত ৬

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৫

টাঙ্গাইল প্রতিনিধি:

 

ধারালো অস্ত্র (দা) দিয়ে কুপিয়ে ভাবিকে হত্যা করেছে ঘাতক দেবর আনন্দ সরকার নামে এক যুবক। ঘাতকের এলোপাথারি কুপে তার বাবা-মাসহ একই পরিবারের আরও ৬ আহত হয়েছে। গুরুতর অবস্থায় দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘাতক আনন্দ সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুত্র জানায়, ঘাতক আনন্দ সরকারের পিতার নাম নিমাই সরকার। স্থানীয় লোকজন জানায়, ঘাতক আনন্দ সরকার বিদেশ যেতে না পেরে ঋণে জর্জরিত হয়ে মানষিক ভাবে বিপর্যস্ত ছিলেন। বুধবার বিকেলে হতাশাগ্রস্থ্য আনন্দ সরকার হঠাৎ করে হাতে দা নিয়ে সামনে যাকে পায় তাকে আঘাত করতে থাকে। দায়ের এলোপাথারি আঘাতে বড় ভাই রণজিত সরকারের স্ত্রী মিতু সরকার (৩৬) ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও তার বাবা নিমাই সরকার ও মাসহ আরও ৬ জন আহত হয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে ঘাতক আনন্দকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে ঘাতক আনন্দকে তাদরে হাতে তুলে দেয়।

পুলিশ আরও জানায়, নিহত মিতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতারে পাঠিয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার তৌফিকুর রহমান বলেন, ঘাতক আনন্দ সরকারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।