ভারতসহ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ভারত আমদানি করা মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ কর আরোপ করে

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ভারতসহ কয়েকটি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে, যা আমদানি বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।

বুধবার (৫ মার্চ) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এ ঘোষণা দেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ট্রাম্প দাবি করেন, ভারত আমদানি করা মার্কিন পণ্যের ওপর ১০০ শতাংশ কর আরোপ করে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশ আমাদের ওপর শুল্ক চাপিয়ে আসছে, এবার আমাদের পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারতসহ যে দেশ যত বেশি শুল্ক আরোপ করবে, আমরাও ততটাই করব।’

ট্রাম্পের ঘোষণায় ভারত ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, কানাডা ও মেক্সিকোর নাম রয়েছে। তিনি স্পষ্ট জানান, ‘আমরা শুল্ক নীতিতে নমনীয় হব না।’ কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া এই ভাষণ ছিল তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম বক্তব্য, যা ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ হিসেবে বিবেচিত হয়।

ট্রাম্পের ঘোষণার পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয়। বাজেটে মার্কিন বোরবন হুইস্কির শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করা হয়। এছাড়া হারলে ডেভিডসন মোটরসাইকেলের শুল্কও ১০ শতাংশ কমানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প শুল্ক নীতি কঠোর করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘যে দেশ আমাদের ওপর শুল্ক আরোপ করবে, আমরা তাদের পণ্যের ওপর সমপরিমাণ কর বসাব। কেউ শুল্কের পরিবর্তে অন্য বাধা তৈরি করলে, আমরাও একই কৌশল নেব।’

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মোদি যুক্তরাষ্ট্র সফরের সময়ও এই বিষয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প বলেছিলেন, ‘আপনি শুল্ক আরোপ করুন বা না-করুন, আমি করবই।’ এরপরই ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সহজ করার জন্য নীতিগতভাবে সম্মতি দেয়।

ট্রাম্পের শুল্ক নীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি হতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।