ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আহত তিন শতাধিক, বহু নিহতের শঙ্কা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ভারতের ওড়িশায় লাইনচ্যুত হওয়া একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে অন্য একটি ট্রেন। এতে ট্রেনের অন্তত ৩০০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাশোরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় রেলের মুখপাত্র অমিতাভ শর্মার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল শালিমার-চেন্নাই করমান্ডেল এক্সপ্রেস। ট্রেনটি বালাশোরে যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে একটি ট্রেনকে ধাক্কা দেয় যেটি বেঙ্গালোড় থেকে কলকাতা যাচ্ছিল।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে ওড়িশা ফায়ার সার্ভিস। প্রস্তুত রাখা হয়েছে আশপাশের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোকে।
এ ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।