ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় আহত তিন শতাধিক, বহু নিহতের শঙ্কা

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুন ২, ২০২৩

ভারতের ওড়িশায় লাইনচ্যুত হওয়া একটি ট্রেনকে ধাক্কা দিয়েছে অন্য একটি ট্রেন। এতে ট্রেনের অন্তত ৩০০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় বেশ কিছু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালাশোরে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় রেলের মুখপাত্র অমিতাভ শর্মার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল শালিমার-চেন্নাই করমান্ডেল এক্সপ্রেস। ট্রেনটি বালাশোরে যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসকে একটি ট্রেনকে ধাক্কা দেয় যেটি বেঙ্গালোড় থেকে কলকাতা যাচ্ছিল।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে ওড়িশা ফায়ার সার্ভিস। প্রস্তুত রাখা হয়েছে আশপাশের মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোকে।

এ ঘটনায় শোক ও উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।