ভারতের কাছে হেরে বাংলাদেশকে লজ্জামুক্তি দিলো ইংল্যান্ড

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

এক রোহিত শর্মার কাছেই যেন উড়ে গেল ইংল্যান্ড। দীর্ঘদিন পর রানে ফিরেছেন। ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপের ম্যাচে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৬৩ বলে। সেটাই শেষ। এরপর থেকে ওয়ানডে ফরম্যাটে রোহিতের ব্যাটে নেই সেঞ্চুরির দেখা। সেই সেঞ্চুরির সুবাদেই ইংল্যান্ডের দেয়া ৩০৫ রানের টার্গেট ভারত পেরিয়েছে ৩৩ বল হাতে রেখে। ওয়ানডে ক্রিকেটে ভারতের সামনে ৩০০ ছাড়ানো স্কোরও এখন নিরাপদ না সেটারই যেন বার্তা দিয়ে রেখেছে তারা। অন্তত গৌতম গম্ভীরের শিষ্যদের কাছে এমন স্কোর যেন নিতান্তই মামুলি ইস্যু। মারকুটে ভারত কটকে অন্তত সেই বার্তাই দিয়েছে।

এই হারের মাধ্যমে অবশ্য ইংল্যান্ডের আক্ষেপ গিয়ে পৌঁছালো ৪৩ বছরে। ভারতকে তাদের মাটিতে শেষবার ইংলিশরা ওয়ানডে সিরিজে হারিয়েছিল ১৯৮২ সালে। তারপর থেকে অনেক দল নিয়েই এসেছে তারা। কিন্তু ম্যান ইন ব্লুদের হারানো হয়নি। গতকালের ম্যাচটা চলতি সিরিজে ইংল্যান্ডের হার নিশ্চিত করেছে। সেইসঙ্গে বাংলাদেশকেও কিছুটা অন্তত লজ্জা থেকে মুক্তি দিয়েছে।

ইংল্যান্ডের ফর্মটা ভালো নেই ওয়ানডে ফরম্যাটে। একের পর এক ম্যাচ হেরেছে তারা। সেই সুবাদেই ২০২৩ বিশ্বকাপ পরবর্তী সময়ে ওয়ানডে ফরম্যাটে সবচে বেশি ম্যাচ হারের তালিকায় বাংলাদেশের সঙ্গে সবার ওপরে উঠে এসেছে জস বাটলারের দল। বিশ্বকাপ পরবর্তী সময়ে নিজেদের খেলা ২২ ম্যাচের মধ্যে ইংল্যান্ড হেরেছে ১৫ ম্যাচে। বাংলাদেশ অবশ্য ২১ ম্যাচেই পেয়েছে ১৫ হারের স্বাদ। ২০২৩ বিশ্বকাপের পর সবচেয়ে বেশি হার (ওয়ানডে ফরম্যাট)
ইংল্যান্ড – ২২ ম্যাচে ১৫ হার
বাংলাদেশ – ২১ ম্যাচে ১৫ হার
নেদারল্যান্ডস – ২১ ম্যাচে ১২ হার
শ্রীলঙ্কা – ৩০ ম্যাচে ১২ হার

ইংল্যান্ড অবশ্য নাম লিখিয়েছে আরেক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের বইয়ে। ওয়ানডে ম্যাচে দলীয় সংগ্রহ ৩০০ করার পরেও সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে তারা। টপকেছে গতকালেরই প্রতিপক্ষ ভারতের আগের রেকর্ডকে।

ওয়ানডে ম্যাচে ৯৯ বার ৩০০ এর বেশি স্কোর গড়ে ইংল্যান্ড হেরেছে ২৮ ম্যাচে। ভারত ১৩৬ ম্যাচে ৩০০ এর বেশি স্কোর গড়ে হেরেছে ২৭ টি ম্যাচে। তালিকায় এরপরেই আছে ৬২বার ৩০০+ স্কোর গড়া ওয়েস্ট ইন্ডিজ এবং ৮৭ বার ৩০০ পেরুনো শ্রীলঙ্কা।

ওয়ানডেতে ৩০০+ স্কোরের পর সবচেয়ে বেশি হার
ইংল্যান্ড – ৯৯ ম্যাচে ২৮ হার
ভারত – ১৩৬ ম্যাচে ২৭ হার
ওয়েস্ট ইন্ডিজ – ৬২ ম্যাচে ২৩ হার
শ্রীলঙ্কা – ৮৭ ম্যাচে ১৯ হার