ভারতের গণমাধ্যম মিথ্যা বলছে, দেশে ইউএসএইডের সহায়তা এডিপির ১%

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

সেলিনা আক্তার:

বাংলাদেশের বার্ষিক উন্নয়ন ব্যয়ের মাত্র ১.০৭ শতাংশ সহায়তা প্রদান করেছিলো যুক্তরাষ্ট্রের বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইড। মার্কিন এ সংস্থাটি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশকে ১৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার সহায়তা করেছিল। এই সহায়তা মোট বাজেটের মাত্র ০.১৮ শতাংশ। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম বিশ্বজুড়ে মার্কিন সহায়তা বন্ধ করা নিয়ে মিথ্যা ও ভ্রান্ত তথ্যের একটি প্রচারণা চালিয়ে যাচ্ছে।

অন্তর্র্বতী সরকারের ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ ফেসবুক পেজ থেকে গতকাল এ বিষয়ে একটি টেবিল আকারে তথ্য প্রদান করা হয়।

এতে জানানো হয়, বাংলাদেশে যুক্তরাষ্ট্র যে পরিমাণ সহায়তা দিয়ে থাকে তা বিশ্বের অন্যান্য বৈশ্বিক ও বহুজাতিক সংস্থার তুলনায় অনেক কম। এমনকি জাপনের জাইকা, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে পাওয়া সহায়তা ৮-৯.৫১ শতাংশের মধ্যে রয়েছে। জাইকার দেওয়া সহায়তা ৯.৫১ শতাংশ। এছাড়া বিশ্বব্যাংকের ৮.০৮ শতাংশ এবং এডিবির ৮.৪৫ শতাংশ।

 

সিএ প্রেস উইং জানায়, কিছু ভারতীয় সংবাদপত্র বিশ্বজুড়ে মার্কিন সহায়তা বন্ধ করা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের উপর মিথ্যা এবং ভ্রান্ত তথ্যের একটি প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশসহ সব দেশের জন্য এই সিদ্ধান্ত প্রযোজ্য। ভারতের সংবাদপত্র যা জানে না বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে তা হলো, বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের একটি ক্ষুদ্র অংশ হলো মার্কিন সহায়তা।

সিএ প্রেস উইং আরও জানায়, অন্যান্য দ্বিপক্ষীয় এবং বহুপাক্ষিক ঋণদাতার তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার আপেক্ষিক আকারের উপর তথ্য সংকলন করা হয়েছে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক গৃহীত তথ্যসমূহ এখানে দেওয়া হয়েছে।