আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের বুকে সোমবার সকাল ৮টার দিকে ঘুমিয়ে গেছে বলে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) জানিয়েছে।
ইসরো জানিয়েছে, ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান সম্ভবত ২২ সেপ্টেম্বরের দিকে স্লিপিং মুড থেকে জেগে উঠতে পারে।
গত ২৩ আগস্ট সন্ধ্যায় ভারতের চন্দ্রযানটি ইতিহাসের প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে সক্ষম হয়। এর মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অবতরণের গৌরব অর্জন করে ভারত।
ইসরো বলেছিল, মিশন শেষে ফিরতে পারবে না ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’। যানগুলো চাঁদের মাটিতে ১৪ দিন ঘুরাফেরা করবে। চাঁদে ১৪ দিন পর সূর্যাস্ত হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে তারা।
বিক্রম ও প্রজ্ঞানে থাকা সমস্ত যন্ত্রপাতি সচল থাকবে সৌরশক্তি ব্যবহার করে। এর মাধ্যমে তারা চাঁদে পরীক্ষা-নিরীক্ষা চালাবে ও তথ্য সংগ্রহ করবে। একারণে চাঁদে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই তারা সক্রিয় থাকবে।
১৪ দিন পর চাঁদে সূর্যাস্ত (চাঁদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে সময় লাগে পৃথিবীর হিসাবে ১৪ দিন) হলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে তারা।
বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারির মতে, নিস্তেজ হওয়ার পর এগুলো যে একেবারেই সচল করার কোনো উপায় নেই এমনটা ইসরো নিশ্চিত করেনি। তবে বিক্রম এবং প্রজ্ঞান সচল থাকা নির্ভর করছে অনেক ‘যদি’ এবং ‘কিন্তুর’ ওপর।
চাঁদের দক্ষিণ মেরুতে ১৪ দিনের ‘সকাল’ শেষে ১৪ দিনের অতিশীতল রাত শুরু হবে। এই ১৪ দিন সূর্যরশ্মির একটি কণাও প্রবেশ করবে না চাঁদের দক্ষিণমেরুতে। এই সময়টায় তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ৩০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তাতে চন্দ্রযান-৩-এর যন্ত্রপাতির বিকল হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।