ভারতে তুষারপাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ আরও কয়েকজন

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

ভারতের হিমালয় অঞ্চল উত্তরাখণ্ডে প্রবল তুষারপাতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। শুক্রবার (২৯ ফেব্রুয়ারি) তিব্বত সীমান্তবর্তী মানা গ্রামে সড়ক নির্মাণ শ্রমিকরা তুষারপাতে আটকা পড়েন।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে, তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং এখনো কমপক্ষে পাঁচজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
তুষার ঝড়ে ভেসে যাওয়া আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা
তুষার ঝড়ে ভেসে যাওয়া আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা

আহতদের মধ্যে ১৯ জনকে স্থানীয় একটি আর্মি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অনেকের মাথা, পিঠ, হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, প্রবল তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে উদ্ধারকাজে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কয়েক ফুট উঁচু বরফের স্তূপের মধ্য দিয়ে আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন।

মানা গ্রামের সাবেক গ্রাম কাউন্সিল সদস্য গৌরব কুনওয়ার জানান, সীমান্তবর্তী এই এলাকায় সাধারণত কেউ স্থায়ীভাবে বসবাস করে না। সেখানে সীমান্ত সড়কে কাজ করা শ্রমিকরা শীতকালে অবস্থান করেন এবং কিছু সেনাসদস্যও মোতায়েন থাকেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, বর্ডার রোডস অর্গানাইজেশনের একটি ক্যাম্পে তুষারপাতের পর উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে ভারতের আবহাওয়া বিভাগ আগেই উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মিরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের সতর্কতা জারি করেছিল। কমলা সতর্কতা থাকার পরও দুর্ঘটনাটি ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।