লাইফস্টাইল ডেস্ক রিপোর্টঃ
গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এয়ার কন্ডিশনারের (এসি) চাহিদা। শরীর শীতল রাখার এ যন্ত্রটি এখন প্রস্তুত করছে অনেক কোম্পানি। তবে ভারতের বাজারে এ যন্ত্রটি তৈরির পথ দেখিয়েছিল কোন কোম্পানি?
জানা যায়, ১৯৫৪ সালে ভারতে প্রথম লঞ্চ হয় এসি। ৭০ বছর আগে ভারতের প্রথম এসি বানিয়েছিল VOLTAS।দীর্ঘ পথ পরিক্রমায় এই VOLTAS এর হাত ধরেই ২০০৭ সালে ভারতে লঞ্চ হয় প্রথম স্প্লিট এসি। VOLTAS ই প্রথম ভারতীয় বাজারে আনে স্টার রেটেড AC।সেই ৭০ বছর আগে থেকে আজ পর্যন্ত ভারতের বাজারে VOLTAS এর এসি’র জনপ্রিয়তা তুঙ্গে। আজও VOLTAS এর এয়ার কন্ডিশনার যন্ত্রের জনপ্রিয়তা সবার চেয়ে এগিয়ে।