আন্তর্জাতিক ডেস্ক:
লোকসভা নির্বাচন ২০২৪-এর চূড়ান্ত ফল ঘোষণা করছে ভারতের নির্বাচন কমিশন। মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ৫৪৩টি আসনের মধ্যে ৩৪টি আসনের ফলাফল ঘোষণা করেছে কমিশন।এতে দেখা যাচ্ছে, চূড়ান্ত ঘোষিত ৩৪টি আসনের মধ্যে ২১টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। ৭টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আর অন্যান্য দলগুলো পেয়েছে ৬টি আসন।
দেশটির লোকসভায় সর্বমোট ৫৪৩টি আসন রয়েছে। যদি কোনো দল বা জোট সরকার গঠন করতে চায় তাহলে তাদের অন্তত ২৭৭টি আসনে জয় পেতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ২০১৯ সালের নির্বাচনে একাই ৩০৩টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। আর তাদের জোট এনডিএ পেয়েছিল ৩৫৩টি আসন।
তবে মোদির বিজেপি এবার আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। আজ মঙ্গলবার সকাল থেকে যখন ফলাফল ঘোষণা শুরু হয় তখন থেকে দেখা যাচ্ছিল বিজেপি গতবারের চেয়ে অনেক পিছিয়ে আছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ২১টি আসনে জয় পাওয়ার সাথে আরও ২২২টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ তারা সবমিলিয়ে ২৪৩টি আসনে জয় পেতে পারে।
অপরদিকে রাহুল গান্ধীর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ৪টি আসনে জয় পাওয়ার পাশাপাশি এগিয়ে আছে ৯৪টি আসনে। অর্থাৎ একক দল হিসেবে কংগ্রেস ৯৮টি আসনে জয় পেতে পারে।
তবে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যাচ্ছে। যার অর্থ মোদি আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তবে এক্ষেত্রে তাকে জোট দলগুলোর সহায়তা নিতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মোদির বিজেপির জোট এনডিএ ২৯৫টি আসনে এগিয়ে আছে। রাহুল গান্ধীর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইনডিয়া এগিয়ে আছে ২৩০টি আসনে। আর অন্যান্য দলগুলো এগিয়ে আছে ১৭টি আসনে।