ডেস্ক রিপোর্ট:
২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান কর্তৃপক্ষ। সেইসময় পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আফগানরা দাসত্বের শিকল ভেঙে ফেলেছে। তালেবান কর্তৃপক্ষের আবার আফগানিস্তান দখলে নেওয়াকে পাকিস্তানের আঞ্চলিক প্রভাব বিস্তার হিসেবে দেখা হয়েছিল। তবে সেইসময় আফগানিস্তান থেকে কূটনীতিবিদদের সরিয়ে নেয় ভারত। দুই দেশের মধ্যে সম্পর্ক সেইসময় তলানিতে নামে।
তবে কয়েক বছরের ব্যবধানে ভারত ও আফগানিস্তানের সম্পর্কের চিত্র এবং পাকিস্তান ও কাবুলের সম্পর্কের চিত্র বদলে গেছে। সীমান্ত বন্ধ, বাণিজ্যে বিধিনিষেধ, ও পাল্টাপাল্টি হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক খারাপের দিকে।
গত ২৫ ডিসেম্বরে আফগানিস্তানের অতর্কিতে হামলা চালিয়েছে পাকিস্তান বাহিনী। আফগানিস্তানের অভিযোগ, হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এর জবাবে আফগান যোদ্ধারাও পাকিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন চৌকিতে হামলা চালায়। এতে পাকিস্তানের অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছে বলে দাবি আফগান যোদ্ধাদের। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
অন্যদিকে গত বুধবার দুবাইতে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। আফগানিস্তান ভারতকে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার’ হিসেবে দেখে বলে মন্তব্য করেছে তালেবান সরকার।
বৈঠকের পর ভারতও জানায়, আফগানিস্তানের উন্নয়নে শামিল হতে দিল্লি প্রস্তুত। দেশটিও এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রসচিব আফগান জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব এবং দুই দেশের জনগণের শক্তিশালী যোগাযোগের কথা তুলে ধরেন।
ভারত-আফগানিস্তানের এমন সম্পর্ক নিয়ে পাকিস্তানি সাংবাদিক তাহির খান বলেন, আফগানিস্তানে ভারতের কৌশলগত পুনঃপ্রবেশের মধ্যে রয়েছে কূটনৈতিক বৈঠক, অর্থনৈতিক সহায়তা এবং পুনর্গঠন প্রকল্প। এর মাধ্যমে ভারত পাকিস্তানের প্রভাব দেশটিতে প্রতিহত করতে চায়।
এ ছাড়া পাকিস্তানের সাবেন রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান বলেছেন, ভারত-আফগানিস্তানের সম্পর্কের চেয়ে বড় উদ্বেগের বিষয় হছে পাকিস্তান ও আফগানিস্তানের এমন উত্তেজনাকরা সম্পর্ক।