ভারত থেকে দেশে ফিরলেন ১৩০ জন আটকে পড়া বাংলাদেশি। মঙ্গলবার (৫ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা দেশে আসেন।
বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, ভারতের দিল্লি থেকে বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার বিকালে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ভারতে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, ভারত থেকে দুই হাজারের বেশি বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে করে আকাশপথে দেশে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতা, মুম্বাই, দিল্লি ও চেন্নাই থেকে বাংলাদেশিদের ফিরয়ে আনতে আরও বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। পর্যাপ্ত যাত্রী ও ভারতের অনুমোদন সাপেক্ষে এসব ফ্লাইট পরিচালনা করা হবে।