ভারত-পাকিস্তানের চেয়ে বেশি পুষ্টির সুষম বণ্টনে কাজ করছি: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ক্যালোরি ইনটেক ভারত ও পাকিস্তানের চেয়ে আমরা এখন বেশি পুষ্টির সুষম বণ্টনে কাজ করছি।
বুধবার (৭ জুন) রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টি নিশ্চিতে আমরা নানা ধরনের পদক্ষেপ নিচ্ছি। আমাদের অর্থনীতি ভালো হওয়ায় ক্রয়ক্ষমতা বেড়েছে। তাই মানুষের পুষ্টির নিশ্চয়তা রয়েছে।
মন্ত্রী বলেন, পুষ্টির অভাবে অনেক মানুষ অসুস্থ হয়। এতে শিক্ষা, উৎপাদন, শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়ে। তাই আমরা পদক্ষেপ নিয়েছি।
জাহিদ মালেক বলেন, আয়রন, জিংকের অভাবে ভোগে ছেলেমেয়েরা। কিন্তু এটা এখন কমে এসেছে। বেড়েছে গড় আয়ু। নারীদের ক্ষমতায়নে শিক্ষা, চাকরিতে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের আয়ে সুষম খাদ্য নিশ্চিত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে ক্যালোরি ইনটেক ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি। বাংলাদেশে শহরের চেয়ে গ্রামে ক্যালোরি ইনটেক বেশি। আমরা পুষ্টির সুষম বণ্টনে কাজ করছি।
তিনি আরও বলেন, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, উচ্চ রক্তচাপ, ডায়বেটিস নিয়ে জনগণকে সচেতন হতে হবে। তাহলে অসুস্থতা কমে যাবে।