
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুল করে প্রতিপক্ষ মনে করে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর করে নগদ সাড়ে ৩ লাখ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া গ্রামে।
জানা যায়, গুতুলিয়া গ্রামের পুরোনো কাপড়ের ব্যবসায়ী সজিব অটোরিকশায় কাপড় নিয়ে আড়াইহাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ছনপাড়া এলাকায় তুচ্ছ কারণে অজ্ঞাত এক অটোরিকশা যাত্রীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয় এবং সেই যাত্রীকে চড়থাপ্পড়ও মারা হয়। এ ঘটনার পর সজিব বাড়িতে চলে আসেন। তবে অটোরিকশাটি রাখেন সজিবের প্রতিবেশী মজিবুরের বাড়ির সামনে। এদিকে অজ্ঞাত সেই যাত্রী সশস্ত্র ২০-২৫ জনকে নিয়ে গুতুলিয়া গ্রামে এসে মজিবুরের বাড়ির সামনে অটোরিকশাটি দেখতে পান। মজিবুরের বাড়িকে সজিবের বাড়ি মনে করে তারা মজিবুর ও তাঁর দুই ভাইয়ের ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। সংঘবদ্ধ হামলার মুখে আশপাশের লোকজন ভয়ে কাছে ভেড়েননি। দুর্বৃত্তরা মজিবুরের ঘর থেকে সাড়ে ৩ লাখ টাকা লুটে নিয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী ফের হামলার আশঙ্কা করছেন।
এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ওসি আব্দুস সামাদ বলেন, রাতে ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।