ভুল শুধরে জয়ের খোঁজে রিয়াল

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

সান্তিয়াগো বার্নাব্যু রিয়াল মাদ্রিদের ভক্তদের দখলে থাকে। স্লোগানে মুখরিত থাকে গ্যালারি। ওই বার্নাব্যুর ছাদ বন্ধ করলে ভয়ংকর শব্দ তৈরি হয়, যা প্রতিপক্ষের জন্য মৃত্যুকূপ হয়ে দাঁড়ায়। তবে এল ক্ল্যাসিকোয় বার্সেলোনা ও চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ওই বার্নাব্যুতে স্তব্ধ হয়ে গেছে লস ব্লাঙ্কোসরা। দুই ম্যাচে হেরে দুই টুর্নামেন্টেই ব্যাকফুটে কার্লো আনচেলত্তির দল। ইতালিয়ান বস জানিয়েছেন, ভুল ও সমাধান খুঁজে পেয়েছেন তারা। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় বার্নাব্যুতে ওশাসুনার বিপক্ষে ভুল শুধরে জয়ে ফেরার চ্যালেঞ্জ রিয়ালের সামনে।

মৌসুমে ভালো শুরু করলেও রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন নিষ্প্রভ হয়ে পড়েছে। বিশেষ করে ফ্রান্সম্যান কিলিয়ান এমবাপ্পে ছন্দে নেই। কোচ কার্লো আনচেলত্তি তাঁকে পছন্দের পজিশন লেফট ব্যাকে খেলাচ্ছেন না বলে অভিযোগ। পিএসজিতে তাঁকে নিয়েই সাজানো হতো দলের পরিকল্পনা। রিয়ালে ওই অবস্থান তৈরি করতে পারেননি পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলা এমবাপ্পে। এসবই তাঁর ভালো খেলতে না পারার কারণ মনে করা হচ্ছে। যার প্রভাব পড়ছে দলে।
তবে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল বস জানিয়েছেন, রিয়ালের সমস্যা আক্রমণে নয়, রক্ষণে। সমাধানের পথও বের করে ফেলেছেন তিনি, ‘সমস্যাটা এমবাপ্পের নয়, আক্রমণেও নয়। সমস্যা রক্ষণে। আমরা সেটা শনাক্ত করতে পেরেছি। সমাধানও বের করেছি। সপ্তাহজুড়ে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি, এখন মাঠে সেটা দেখানোর অপেক্ষা। আমরা বিগত দুই ম্যাচে হেরেছি। এবার মাঠে ভিন্নভাবে কিছু করতে হবে। এমবাপ্পে ঠিকঠাক অনুশীলন করছে। তার সময়টা কঠিন যাচ্ছে। যে সমস্যায় সে ভুগছে তা ভিনিসিয়ুস, রদ্রিগো, বেলিংহামদেরও সমস্যা। আমি আশ্বস্ত, এখান থেকে সে ঘুরে দাঁড়াবে।’

এটা ঠিক, দুর্দান্ত আক্রমণভাগ নিয়েও রিয়াল মাদ্রিদ গোল করতে পারছে না। কিন্তু দানি কারভাহাল ইনজুরিতে পড়ায় আলগা হয়ে গেছে রিয়ালের ডিফেন্স লাইনও। ডিফেন্ডার লুকাস ভাসকেস আক্রমণের সঙ্গে রক্ষণে সমন্বয় আনতে পারছেন না। ডেভিড আলাবা ইনজুরিতে থাকায় ভালো বিকল্পও নেই কোচ আনচেলত্তির হাতে। ডানপ্রান্ত ধরে মাঝমাঠ সামলানো ফেদে ভালভার্দে রাইট ব্যাকে কিছুটা সহায়তা দিয়ে থাকেন। তিনিও ছিলেন ইনজুরিতে। তবে ভালো খবর হলো– ব্যাক ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত এই উরুগুইয়ান স্ট্রাইকার। ইনজুরি কাটিয়ে রদ্রিগো ফেরায় রিয়ালের আক্রমণেও ভারসাম্য আনার সুযোগ তৈরি হয়েছে।