
নিজেস্ব প্রতিবেদক:
ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভূমি সংস্কার বোর্ড ও বোর্ডের আওতায় বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনার কার্যালয়ের জন্য শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২০ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
২. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা (গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৩টি
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়িচালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩টি
বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১টি
বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
৬. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১টি
বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)) বা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) অথবা ৮ম শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ;
আবেদনের বয়সসীমা: ১-৩-২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
আবেদন ফি
১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা, ৪ থেকে ৬ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:-
ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
র. ঙহষরহব-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় : ২০-০৩-২০২৫ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
রর. ঙহষরহব-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮-০৪-২০২৫ বিকাল ০৫.০০ ঘটিকা।
”উক্ত সময়সীমার মধ্যে টংবৎ ওউ প্রাপ্ত প্রার্থীগণ ড়হষরহব-এ আবেদনপত্র ংঁনসরঃ- এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে ঝগঝ-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন । খ. ঙহষরহব-এ আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০দ্ধপ্রস্থ ৩০০) ঢ়রীবষ ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০দ্ধ প্রস্থ ৮০) ঢ়রীবষ স্ক্যান করে নির্ধারিত স্থানে ঁঢ়ষড়ধফ করবেন।”
গ. ঙহষরহব-এ আবেদনপত্রের পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু ড়হষরহব-এ আবেদনপত্র ংঁনসরঃ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সর্ম্পকে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন ।
ঘ. প্রার্থী ঙহষরহব-এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
সরকারি চাকরির খবর ভূমি সংস্কার বোর্ড নিয়োগ আবেদন ফি প্রদান:-
ঞবষবঃধষশ ঢ়ৎব-ঢ়ধরফ সড়নরষব নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি ঝগঝ করে আবেদন ফি বাবদ ক্রমিক নং-১-৩নং পদের জন্য আবেদন ফি বাবদ ১০০/- (একশত) টাকা ও ঞবষবঃধষশ-এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ১১২/- (একশত বার ) টাকা এবং ক্রমিক ৪-৬নং পদের জন্য আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও ঞবষবঃধষশ-এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা এবং সকল গ্রেডের পদেই অনগ্রসর নাগরিকদের (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও ঞবষবঃধষশ-এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ (অফেরতযোগ্য) মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা ঞবষবঃধষশ ঢ়ৎব-ঢ়ধরফ সড়নরষব নম্বরের মাধ্যমে অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
”এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “ঙহষরহব-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে ংঁনসরঃ করা হলেও আবেদন ফি জমা না দেয়া পর্যন্ত ঙহষরহব আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না”।