ভোট দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হয় না, আসে লুটেরা শ্রেণি: ফরহাদ মজহার

নিজেস্ব প্রতিবেদক:
কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, কমিউনিটি যখন দাঁড়িয়ে যায়, এলাকা যখন দাঁড়িয়ে যায়, তখনই গণতান্ত্রিক রাষ্ট্রের উন্মেষ ঘটে। ভোট দিয়ে হয় না, ভোটে লুটেরা-মাফিয়া শ্রেণি আসে।
শুক্রবার রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজারে ‘জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’ আয়োজিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার বলেন, গণতন্ত্র কায়েম হয় তখনই, যখন আমরা বুঝবো এই কমিউনিটি সবচেয়ে শক্তিশালী। কমিউনিটির সিদ্ধান্তে এই এলাকায় উন্নয়ন হবে, কমিউনিটি যেমনি করে চায়, তেমনি করে হবে। কমিউনিটি খুব ভালো করে বোঝে কোনটা তার ভালো, কোনটা তার খারাপ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কিছুদিন আগে শিল্পকলা একাডেমিতে আমরা চাঁদ রাতের উৎসব করেছি। এদেশের ৫৪ বছরের ইতিহাসে শিল্পকলা একাডেমি আগে এ কাজ করেনি। তারা মনে করেছেন যে, ঈদ নিয়ে উৎসব করার কোনো প্রয়োজন নেই। আমাদের কাজ হচ্ছে, যে যেই উৎসব পালন করতে চায়, আমরা সেই উৎসবগুলো উদযাপন করব। কারণ, ধর্ম সংস্কৃতির একটা বড় উপাদান। আমাদের ধর্মীয় আচার, বিশ্বাস, রীতিনীতি– এসব মিলেই আমাদের সংস্কৃতি হয়ে ওঠে। কিন্তু যেকোনো কারণেই হোক, ৫৪ বছর ধরে আমরা সংস্কৃতিকে বিভিন্ন ‘কম্পার্টমেন্টে’ ভাগ করেছি। কোথাও ইসলামের গন্ধ পাওয়া গেলে সেই বিষয়টি সংস্কৃতির অংশ করা হয়নি। এই কম্পার্টমেন্টালাইজেশনটা আমরা ভেঙে দিচ্ছি। এবারের নববর্ষের উৎসবকে আমরা সবার উৎসবে পরিণত করেছি।
মিরপুর ‘জুলাই কমিউনিটি অ্যালায়েন্সের আহ্বায়ক মো. রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
আলোচনা শেষে ভাব গানের আসরের আয়োজন করা হয়। এর আগে, সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। শনিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিশুদের রঙিন কাগজ দিয়ে ঝালর বানানো শেখানো হবে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বক্তৃতা, স্মৃতিচারণ ও কবিতা পাঠ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, লেখক–অধ্যাপক সলিমুল্লাহ খান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ প্রমুখ। সন্ধ্যা ৭টা থেকে ১০ পর্যন্ত চলবে মেয়েদের ভাবগানের আসর।