ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৯টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে ওই উপজেলার কুঞ্জেরহাট বাজারের পূর্ব দিকে তজুমদ্দিন রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার মধ্যরাতে কুঞ্জেরহাট বাজারের পূর্ব পাশে তজুমদ্দিন রোডের একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে চোখের পালকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
তারা আরো জানান, আগুনে চারটি স্বর্ণের দোকান, একটি জুতার শোরুম, ক্রোকারিজের দোকান, ঢেউটিনের দোকান, গ্লাসের দোকানসহ নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আমাদের প্রায় ৩ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। আমরা যে আবার ঘুরে দাঁড়াব সেই সামর্থ্যও নেই।
ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. লিটন আহমেদ জানান, কুঞ্জেরহাট বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হয়েছে। পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।