ভোলা প্রতিনিধি:
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ আহরণের সময় ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৩ হাজার মিটার জাল, ৩০ কেজি ইলিশ ও চারটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ আহরণ করার সময় ইলিশ, জাল ও নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
তিন আরও জানান, জব্দকৃত জাল আগুন পুড়িয়ে নষ্ট করা হয়েছে। আর ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।