মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল বুধবার রাতে ঐতিহ্যবাহী মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী ২৮তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল নয়টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় পার্টি—জেপির উপজেলা সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার। ক্রীড়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদার।
শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ দিকে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের গতকাল বুধবার শেষ দিন রাতে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়ার ইউএনও মো. ইয়াছিন আরাফাত রানা, ওসি আহম্মদ আনওয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম। রাতে পুরস্কার পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান হাওলাদার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন সরদার, ভিটাবাড়িয়ঢা নুরজাহান হাবিব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার, বড় কানুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাবিবুর রহমান রাজা, বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম আজাদ, শিক্ষক আবুয়াল হোসেন হাওলাদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুরাইয়া আক্তার।
পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোট ৪৬টি ইভেন্টে অংশ নেয়া ৩শত শিক্ষার্থীর মধ্যে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে এ বছর এস.এস.সি পরীক্ষায় জিপিএ ৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।