মধ্যরাতে রাজধানীতে ওভার ব্রিজের নিচে মিলল তরুণীর মরদেহ

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী শাহজাহানপুরে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত তরুণী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২২ বছর।

শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর রাজারবাগ গ্রীন লাইন বাস কাউন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে আজ (রোববার) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজারবাগ গ্রীন লাইন বাস কাউন্টারের সামনে ওভার ব্রিজের নিচ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে দেখে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানান, রাতের দিকে রাস্তা পারাপারের সময় কোনও একটি দ্রুততম গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় সেই তরুণী। আমরা আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ওই গাড়িটি শনাক্তের চেষ্টা করছি। প্রযুক্তির সহায়তায় নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।