
কুমিল্লা প্রতিনিধি:
সরি বলেও রেহাই পাননি কুমিল্লার মনোহরগঞ্জের ফল বিক্রেতা শামিম (২৬)। তুচ্ছ ঘটনায় তাকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার লক্ষনপুর বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত শামীম কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত দুজন ও একই এলাকা থেকে পৃথক অভিযানে ওয়ারেন্টভূক্ত আরো দুই আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রবিবার আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর কথা জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে ফল ব্যবসায়ী শামীম লক্ষনপুর বাজারস্থ তার ফলের দোকানের সামনে কাজ করছিলেন, এ সময় দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন পথচারি বাবুল। অসাবধানতাবশতঃ বাবুলের পায়ের সঙ্গে ব্যবসায়ী শামীমের পা লাগে। সে সময় বাবুলকে সরি বলে দুঃখ প্রকাশ করেন ঐ ফল ব্যবসায়ী। কিন্তু এ ঘটনায় বাবুল তাকে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। পরে উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল পাশের দোকান থেকে ধারালো ছুরি এনে তাকে এলোপাথাড়ী ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। গুরুতর আহত শামীমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করেন। এদিকে পৃথক আরেক অভিযানে উপজেলার লক্ষনপুর বাজার থেকে কাসেম ও ইলিয়াছ নামে দুই ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে বলেন এ ঘটনায় ফল ব্যবসায়ীর ভাই জোনায়েদ বাদী হয়ে ৩ জনকে আসামী করে মনোহরগঞ্জ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া ওইদিন গ্রেফতারকৃত অপর দুই ওয়ারেন্টভূক্ত আসামী কাসেম ও ইলিয়াছসহ সকল আসামিকে রবিবার কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি।