কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে ঝুলন্ত অবস্থায় মেহেদি হাছান শান্ত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাইশগাঁও ইউপির উদাইশ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহেদি হাছানের বাড়ি উপজেলার বাইশগাঁও ইউপির উদাইশ গ্রামে। সে ওই গ্রামের প্রবাসী আবু ইউসুফের ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলে দাবী করেছে তার পরিবার।
নিহতের মা মমতাজ বেগম জানান, সকাল প্রায় সাড়ে দশটার দিকে তার ছেলে (শান্ত) ঘুম থেকে উঠে নাস্তা খেতে চাইলে তিনি ছেলেকে নাস্তার ব্যবস্থা করে পুকুরের ঘাটলায় গোসল করতে যান। প্রায় দেড়ঘন্টা পর এসে ছেলেকে তার শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় চিৎকার দিলে প্রতিবেশীরা এসে বিষয়টি মনোহরগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। পরে গ্রামবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কারো প্রতি কোন অভিযোগ নেই উল্লেখ করে পুলিশকে ছেলের ময়নাতদন্ত না করার অনুরোধ জানান নিহতের মা। ছেলেটি মানসিক ভারসাম্যহীন বলেও জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে জানান, ওইদিন বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় কারো প্রতি কোন সন্দেহ না থাকায় তার পরিবার ও গ্রামবাসীর অনুরোধে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়ার কথা জানান তিনি।