মন্ত্রিসভায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের নীতিগত অনুমোদন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, জুন ১২, ২০২৩

নিজস্ব প্রতিবেদন: জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইনের নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১২ জুন) মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এটিকে আইনের কাঠামোর মধ্যে আনা হচ্ছে। এখন থেকে নিজস্ব আইনে এটি পরিচালিত হবে।

সভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১০ সালে যখন এ আইন করা হয় তখন ওই আইনের আওতায় বেশ কিছু সুযোগ-সুবিধার কথা বলা হয়েছিল, যেগুলো অন্য আইনে ছিল। ওই আইনগুলো পরিবর্তন হয়ে যাওয়ায় পরিবর্তিত অংশটুকু বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইনে সন্নিবেশিত করা হচ্ছে।

এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আইন, ২০২৩ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৬১ সালের একটি অধ্যাদেশের আলোকে এটি প্রতিষ্ঠিত হয়ে ওই অধ্যাদেশের আওতায় পরিচালিত হচ্ছে। এজন্য নতুন আইন করা হচ্ছে। আগের অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হচ্ছে।

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে।