ময়মনসিংহে তাসলিমা হত্যাকাণ্ডে ৩ আসামির যাবজ্জীবন

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে তাসলিমা আক্তার হত্যাকাণ্ডের ২১ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার আ. মালেক খান, আ. হাই খান এবং আব্দুল কাইয়ূম খান। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ময়মনসিংহ স্পেশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এই রায় ঘোষণা করেন। আজ বিকেলে নিউজ পোস্ট বিডিকে এসব তথ্য জানিয়েছেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক ঝুঁটন কুমার বর্মণ।

তিনি বলেন, ২০০২ সালের ৮ নভেম্বর পূর্বশত্রুতার জের ধরে আসামিদের হাতে খুন হন তাসলিমা খাতুন নামে এক নারী। এই ঘটনায় আ. লতিফ বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হলে দীর্ঘ ২১ বছর পর আদালত এই রায় ঘোষণা করেন।