
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে মোঘল আমলের ফকিরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তরুণ-তরুণীর টিকটক বা নাচের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, মসজিদের সিঁড়ি দিয়ে নেমে সামনের খোলা জায়গায় বাংলা গানের তালে তরুণ-তরুণী নাচছে। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছে এবং কারা এটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। পাইন্দং গ্রামের ব্যবসায়ী মো. নাছির উদ্দিন চৌধুরী ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘মসজিদে মানুষ নামাজ আদায় করে আত্মিক প্রশান্তির জন্য। এ ধরনের কাজ মসজিদের পবিত্রতা নষ্ট করে। দোষীদের শাস্তির আওতায় আনা উচিত।’
ভূজপুর জামিয়া আবু বক্কর সিদ্দীক (রা.) আল-ইসলামিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মো. নিজাম উদ্দিন বলেন, ‘পবিত্র স্থানে এমন বেআদবি মেনে নেওয়া যায় না। দ্রুত দায়ীদের খুঁজে আইনের আওতায় আনতে হবে।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুল হক বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে নজরে এসেছে। অনেকে জানিয়েছেন। তবে তরুণ-তরুণীদের নাম-পরিচয় এখনো অজানা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, আসলে নয়নাভিরাম মসজিদটি দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ আসে। কে কখন কী করছে, সেটি দেখার মতো সুযোগ কারও থাকে না। যেহেতু এটি একটি পবিত্র স্থান, তাই এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। আমি আশা করব, সবার শুভ বুদ্ধির উদয় হবে। এ ধরনের গর্হিত কাজ থেকে সকলে বিরত থাকবে।