মহাখালীতে ফিলিং স্টেশনের আগুনে একে একে প্রাণ গেল ৫ জনের

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:
রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন। তার নাম মো. কামাল আবেদীন (৪৯)। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে একে একে প্রাণ হারালেন ৫ জন। আজ শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামাল আবেদীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, মহাখালীর আগুনের ঘটনায় দগ্ধ মো. কামাল আবেদীন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে মারা যান। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ ছিল, তার শ্বাসনালীও দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় মারা গেলেন পাঁচজন। দগ্ধ অন্যদের মধ্যে দুজনকে এইচডিইউতে রাখা হয়েছে। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

নিহতের আত্মীয় মো. জাফর জানান, কামাল আবেদীন ওই ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্পে) পাম্প অপারেটর হিসেবে কাজ করতেন। তিনি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে বসবাস করতেন। মোহাম্মদপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলেও জানান জাফর।

প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর রাত আটটার দিকে রয়েল পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় ৮ জনকে উদ্ধার করে নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে পাঁচজন মারা গেলেন। এছাড়া এখনো চিকিৎসাধীন দুইজন এবং একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।