মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মমতাজ আহমেদ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মমতাজ আহমেদ।

রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মমতাজ আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মমতাজ আহমেদকে তার যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছর মেয়াদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।